Saturday , 18 May 2024
শিরোনাম

দুর্ঘটনায় নিহত অজয়ের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করলো নোবিপ্রবি

আবদুল্লাহ আল নোমান ,নোবিপ্রবি প্রতিনিধি:

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী অজয় মজুমদারের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন নোবিপ্রবি প্রশাসন।

নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট(আইএসএলএম) বিভাগের ২০১৭-১৮ শিক্ষার্বষের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (৫ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় তলায় উপাচার্যের নিজস্ব কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম নিহত অজয় মজুমদারের মা পাপিয়া রাণী দাসের হাতে এ পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন। চেক প্রদানাকালে উপাচার্য সড়কে দুর্ঘটনায় নিহত অজয়ের মত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার শান্তি কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।

উল্লখ্য, গত ০৭ ডিসম্বর নোয়াখালী উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগর যাওয়ার পথে সিএনজি থেকে নামার সময় ট্রাকচাপায় অজয়ের মৃত্যু হয়।নিহতের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x