ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখী মানুষের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্বাভাবিক সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭ থেকে ২০টি ফেরি চলাচল করলেও ঈদের সময় এই রুটে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে ঘরমুখী মানুষ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে। এ ছাড়া পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেসব ঘাট ভাঙনের কারণে বন্ধ রয়েছে, সেগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
তিনি আরও বলেন, কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে ঘরমুখী মানুষকে নির্বিঘ্নে পারাপার করা হবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।