Thursday , 2 May 2024
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় সাবেক রিয়াল ফুটবলারের মৃত্যু

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কলম্বিয়ার হয়ে রেকর্ড ৩ বিশ্বকাপ খেলা ফ্রেডি রিনকন। অবশেষে বুধবার (১৩ এপ্রিল) রাতে চিরবিদায় নিয়েছেন ৫৫ বছর বয়সী এই কলম্বিয়ান কিংবদন্তি।

সোমবার (১১ এপ্রিল) কলম্বিয়ার শহর ক্যালিতে ভোর সাড়ে ৪টার দিকে একটি বাসের সঙ্গে সংঘর্ষে সাবেক কিংবদন্তি ফুটবলার রিনকন ও চার যাত্রী আহত হয়েছিলেন। মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

রিনকনকে চিকিৎসা দেওয়া প্রাইভেট ক্লিনিকের মেডিকেল ডিরেক্টর লরানো কুইন্টেরো জানান,‘আমাদের মেডিকেল দলের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, ফ্রেডি রিনকন মারা গেছেন।’

কলম্বিয়ার সোনালী প্রজন্মের সবচেয়ে পরিচিত ফুটবলার রিনকন । ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে মাঠে তার গতিতে মুগ্ধ হয়েছিল তখনকার বিশ্ব ফুটবল। কলম্বিয়ায় হয়ে ৮৪ ম্যাচে ১৭টি গোল রয়েছে তার। ১৯৯০ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে গ্রুপ পর্ব উৎরে যাওয়ার ম্যাচে গোল করে নিজেকে আলাদা করে পরিচিত করিয়েছিলেন রিনকন।

১৯৯৫ সালে নাপোলি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। পরে দুই মৌসুম কাটিয়ে ব্রাজিলের ক্লাব করিন্থিয়াসে যোগ দিয়ে জেতেন প্রথম ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা।

দুর্ঘটনায় তার আহত হওয়ার খবরে ব্রাজিলিয়ান জায়ান্টরা টুইটারে লিখেছিল, ‘আমাদের সমস্ত প্রার্থনা বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে রয়েছে। শক্ত থাকুন ফ্রেডি।’

টুইট করে দোয়া চেয়েছিল রিয়াল মাদ্রিদও, ‘আমরা তার জন্য প্রার্থনা করি। আশা করি সে যত তাড়াতাড়ি সম্ভব এই কঠিন মুহূর্তটি কাটিয়ে উঠবেন।’

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x