Sunday , 19 May 2024
শিরোনাম

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

মোঃ রাজন আহ্ম্মেদ,ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে দিন জুড়ে মুখরিত ছিল উপজেলার বারবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির ও পূজা প্রাঙ্গণ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বারবাড়িয়া সর্বজনীন পূজা কমিটি জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল বা শোভাযাত্রার আয়োজন করে। ঢাকা-আরিচা মহাসড়ক ও স্থানীয় কয়েকটি সড়ক ঘুরে আবার মন্দিরে এসে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রায় একাধিক শিশু নাগপঞ্চমীর আশ্রয়ে পিতা বসুদেবের কোলে শিশু শ্রীকৃষ্ণ সেজেছিল। এ ছাড়া বাল্যরূপে নানা সাজের শ্রীকৃষ্ণ, রাধা-কৃষ্ণবাহীবহর ছিল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ।

শোভাযাত্রার পরে মন্দির প্রাঙ্গণে বাবু ননীগোপালের সঞ্চালনায় ও মনোরঞ্জন পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা। এছাড়াও গীতাযজ্ঞ ও ধর্মীয় আচারে কয়েকশ ভক্ত অংশ নেন।

মন্দির প্রাঙ্গনে এদিন শ্রীকৃষ্ণ বিষয়ক চিত্রাঙ্কন, শ্লোক ও ধর্মীয় সঙ্গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের বইসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

বিকেলে প্রসাদ বিতরণের পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে।

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x