Tuesday , 21 May 2024
শিরোনাম

নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে ‘বৈসাবি’ উৎসব

পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) নদীতে গঙ্গা দেবীর উদ্দেশে ফুল পূজা করে চাকমারা আজ ‘ফুল বিজু’ উদযাপন করছেন।

ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুজ্যা এলাকা দিয়ে চেঙ্গী নদীতে ফুল দিতে শতশত চাকমা শিশু-কিশোর, তরুণ-তরুণী, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় জমান। সূর্যোদয়ের আগেই চাকমারা দলে দলে নদীর তীরে সমবেত হন।
কেউ একাকি আবার অনেকে সারিবদ্ধ হয়ে নদীতে নানা রংয়ের ফুল উৎসর্গ করেন। যেন রঙিন হয়ে ওঠে চেঙ্গী নদী। এছাড়া শহর, শহরতলীর বিভিন্ন খাল ও প্রাকৃতিক ছড়াও ফুলে ফুলে ভরে যায়। ছোট্ট শিশুরা নদীতে আনন্দ-উল্লাস করে নতুন বছরকে আহ্বান জানায়। এর আগে তারা ফুল সংগ্রহ করেন।

আগামী বুধবার (১৩ এপ্রিল) ত্রিপুরারা ‘বৈসু’ ও পহেলা বৈশাখ মারমারা ‘সাংগ্রাই’ উৎসব শুরু করবেন। ত্রিপুরাদের ‘গরয়া নৃত্য’ আর মারমাদের ‘পানি উৎসব’ পাহাড়ে বর্ষবরণের অন্যতম আকর্ষণ।

এদিকে বৈসাবিকে ঘিরে এরইমধ্যে পাহাড়ের পাড়া-পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঐহিত্যবাহী খেলাধুলায় মেতেছে পাহাড়িরা। বিগত দু’বছর করোনার ধকল কাটিয়ে এবার বর্ণিলভাবে বৈসাবি পালন করছেন পাহাড়িরা।

Check Also

বরিশালের কৃতি সন্তান বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ারস জনাব জসীমউদ্দিন কে সংবর্ধনা ও বিশেষ সম্মামনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ইতালি রোম প্রতিনিধি মালিক মনজুর অনিয়মিত প্রবাসী বাংলাদেশীদের হারানো পাসপোর্টে ইতালিয়ান থানায় জিডি বিহীন পাসপোর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x