নবীনগরে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৩জন আটক,
শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের রাধানগর এলাকায় সোমবার (২১ মার্চ) রাতে অভিযান চালিয়ে ৫৪৬ পিছ ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল, ২ বোতল বিদেশী মদ, ২ ক্যান বিয়ার, ১ কেজি গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ ৩জনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।
জানা যায়,দীর্ঘদিন ধরে বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামের জনৈক সাজেদা বেগম এর বাড়ির ভাড়াটিয়া মানিক মিয়া অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা ও মদের ব্যবসা করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এস.আই মনিরুল ইসলাম ও এ.এস.আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযানের খবর পেয়ে মাদক ব্যবসার মূলহোতা মানিক মিয়া পালিয়ে গেলেও তার ৩ সঙ্গী রাধানগর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে জারু মিয়া, মোসলেম মিয়ার ছেলে মনির ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর থানার বড়খারচর গ্রামের মৃত ইরাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ওরফে সোহেল কে গ্রেপ্তার করে নবীনগর থানা পুলিশ।
উদ্ধার হওয়ার মাদক দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।