Saturday , 4 May 2024
শিরোনাম

নবীনগরে রাইস মিলে আগুন লেগে ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একতা রাইস মিল নামে একটি অটো রাইস মিলে ১ কোটি টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের পুরান বাজারে অবস্থিত একতা রাইস মিলে গত রবিবার(৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রবিবার মধ্যে রাতে রাইস মিলটিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুনের উত্তাপ এতো বেশি ছিলো যে স্থানীয়রা কাছেই ঘেঁষেতে পারে নি। খবর পেয়ে স্থানীয় ফায়ারসার্ভিসের দুটি ফোর্স আগুন নিভাতে আসে কিন্তু ততক্ষণে ১৫টি মোটর যুক্ত ধান ভাঙ্গানোর বিশাল মেশিনটি পুড়ে-গলে ছাই হয়ে যায়,মাত্র এক/দের ঘন্টার ব্যবধানে আগুনে পুড়ে যায় মিলের গুদামঘরে থাকা ধান, চাল ও কুড়ার বস্তা গুলোও। ফায়ারসার্ভিসের লোকজন সময়মত না এলে আশপাশের বহু দোকান ক্ষতিগ্রস্ত হতো বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

রাইস মিলটির অন্যতম মালিক আলমগীর মিয়া ভারাক্রান্ত কণ্ঠে জানান, আগুন লাগার পরপরই আমি বাড়ি থেকে ছুটে আসি। কিন্তু এসে দেখি আমার সব শেষ। মিলে থাকা প্রায় ৫০ লক্ষ টাকা ধান ভাঙ্গানোর মেশিন, প্রায় ৫০০ মণ ধান, ৫০ বস্তা চাল, ৫০ বস্তা কুড়া পুড়ে গেছে।

মিলটির অপর এক মালিক বিমল ঘোষের ছেলে বিপুল ঘোষ জানায়, কীভাবে আগুন লেগেছে তা সঠিক ভাবে বলতে পারছি না। মনে হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণে হয়তো আগুন লেগেছে। এই আগুনে আমাদের প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে আমরা নিঃস্ব হয়ে গেছি ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি ভুক্তভোগীদের মনোবল শক্ত রেখে এই পরিস্থিতি সামাল দেয়ার পরামর্শ দেন।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x