শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৪ সয়াবিন তেল বিক্রেতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
বুধবার (২৭ এপ্রিল) নবীনগর পৌর এলাকাস্থিত বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন এবং নবীনগর থানা পুলিশের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য সয়াবিন তেল বিক্রির সত্যতা পাওয়ায় ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, নবীনগর পৌর বাজারে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় ও বাজার মনিটরিং এর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাড়তি মূল্যে সয়াবিন তেল বিক্রি করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করার দায়ে ০৪ টি দোকানের বিক্রেতাকে ০৪ টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।