Friday , 3 May 2024
শিরোনাম

নবীনগরে ২২ ঘন্টা পর ভেসে উঠলো বুড়ি নদীতে ডুবে নিখোঁজ যুবকের লাশ

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার মনুবাবুর ঘাটলা সংলগ্ন বুড়ি নদীর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে সাঁতারে মহিষ নিয়ে যাবার সময় নিখোঁজ হওয়া সেই জিলানি(৩৫) এর লাশ প্রায় ২২ ঘন্টা পর ভেসে উঠে একই স্থানে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জিলানির লাশ নিখোঁজ হওয়ার কাছাকাছি স্থানেই ভাসতে দেখে স্থানীয়রা।পরে নবীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এর আগে গত বৃহস্পতিবার(২১ এপ্রিল) সকাল আনুমানিক ১০টায় মহিষ নিয়ে বুড়ি নদী পার হওয়ার সময় মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয় জিলানি(৩৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ প্রচেষ্টায় অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায় নি জিলানির।

নিহত জিলানি(৩৫) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোহাগড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি নবীনগর পৌর এলাকার কলেজে পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুর রশিদ জানান, বুড়ি নদীর যে স্থানে নিখোঁজ হয়ে ছিলেন,সেখানেই সকালে তার(জিলানি) লাশ ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

ফরিদগঞ্জ ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির।

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x