Friday , 17 May 2024
শিরোনাম

নানা অনিয়মের অভিযোগে দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নানা অনিয়মের অভিযোগে দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানকে অপসার

আবুল হাসনাত সজিব:-

দূর্নীতি ও অনিয়মের অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।
জানা যায়, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে সি. আর-৪১৬/২০২১ নং মামলায় বিগত ৫/১/২০২৩ তারিখে অভিযোগ গঠন করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, কুমিল্লা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত একটি চিঠিতে গত ৩১ জানুয়ারী বুধবার তাকে স্বীয় পদ থেকে সাময়িক অপসারণ করা হয়।
রোববার বেলা পৌনে ৩টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লা উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
অপসারিত চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী নৌকা সমর্থকদের উপর হামলা ও সহিংসতার ঘটনায় কুমিল্লার দেবীদ্বার থানায় আরো একটি মামলা এফআইআর করা করা হয়। (দেবীদ্বার থানার মামলা নং ৩/২৫, তারখি : ০২/০২/২০২৪ খিঃ)।
অনুসন্ধানে জানা যায়, গত ২০২১ সালের ২৯ নভেম্বর সোমবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের নিজামুদ্দিন বাড়ীতে ড্রেনমার্ক প্রবাসী আলা উদ্দিনের নতুন বাড়ি নির্মানের সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার তার দলবল নিয়ে আলা উদ্দিনের বড়বোন জাহানারা বেগমের কাছে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মানাধীন বাড়ি ভাঙচুরসহ হামলা করে ওই ণারীকে তালাবদ্ধ করে নির্যাতন করে। ওই হামলায় ওই নারী সে সময় ৯৯৯ নম্বর জরুরী সেবায় ফোন করে পুলিশের সহযোগীতায় মুক্ত হয়ে একই বছরের ২ ডিসেম্বর কুমিল্লার ৪ নং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১১ নং রাজামেহের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন (মামলা নং সি আর ৪১৬-২১, দেবীদ্বার)। ওই মামলাটি দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২০২২ সালের ২৭ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আদালতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকেসহ প্রতিবেদন দাখিল করায় গত বছরের ৯মে ওই ইউপির চুলাশ গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম ওই ইউপি চেয়ারম্যানের বরখাস্ত করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদন করায় বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘আমাকে বহিস্কার করা হয়েছে এমন কোন চিঠি আমি পাইনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ‘আমি কোনো দূর্নীতি করিনি; বহিস্কারের বিষয়ে আদালতের শরণাপন্ন হব।’
এ ব্যপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ১১ নং রাজামেহার ইউপি চেয়ারম্যানের সাময়িক বহিস্কারের কোন চিঠি এখনো পাইনি।

Check Also

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x