পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ না নিলে সরকার তার দায় নেবে না। নির্বাচনে অংশ না নেয়া রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেয়ার ক্ষমতা আমাদের নেই।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ করে বলেন, অতীতেও নির্বাচন গ্রহণযোগ্য ছিল এবং আগামী নির্বাচনও গ্রহণযোগ্য হবে।
এ সময় তিনি চট্টগ্রামে এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেরও সমালোচনা করেন।
সম্প্রতি মার্কিন উপসচিব ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে তার সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, শেরম্যানকে নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠন এবং রাষ্ট্রপতির সংলাপের বিষয়ে অবগত করেছি। রাষ্ট্রপতির সংলাপে যে কিছু রাজনৈতিক দল অংশ নেয়নি সেটিও বলেছি।
মানবাধিকার একটি বা দুটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর ক্যানভাস অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের একটি দায়িত্বশীল রাষ্ট্র। আগামী তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় ও বিশ্বব্যাপী এর প্রচার ও সুরক্ষায় বাংলাদেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ২০১৮ থেকে এ পর্যন্ত যতগুলো আন্তর্জাতিক নির্বাচনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে, এটি তার মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক ছিল। বাংলাদেশ ১৮৯ ভোটের মধ্যে ১৬০টি ভোট পেয়েছে বাংলাদেশ। এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানবাধিকার উন্নয়ন ও এর সুরক্ষায় বাংলাদেশের দৃঢ় প্রচেষ্টা ও প্রতিশ্রুতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সুস্পষ্ট বহিঃপ্রকাশ।