Monday , 20 May 2024
শিরোনাম

নিহত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ হারানো সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউজ মিলনায়তনে নিহত সাংবাদিকের স্ত্রী সন্তানকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে একলাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন। এসময় পরবর্তী সময়ে নিহত সাংবাদিকের পরিবারকে আরও সহায়তার ঘোষণা দেন তিনি। এসময় সাংবাদিকদের উদ্দেশ্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ, প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ তারা তুলে ধরেন। রোদ বৃষ্টি তাদের কাছে কিছুই না। সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। তাদেরকে কেউ অবহেলা করবেন না’।

এসময় লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজানসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনিছ আলী।

Check Also

নির্বাচনে প্রচারণার খিচুড়ি গেল শিক্ষা প্রতিষ্ঠানে

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x