Monday , 13 May 2024
শিরোনাম

নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগার ভরে ফেলেছে: ফখরুল

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার এবং তাকে জামিন না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মিথ্যা ও কাল্পনিক মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করে দেশের কারাগারগুলো ভরে ফেলেছে। কারাগারগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই।

আজ রবিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশের বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার মাধ্যমে বর্তমান শাসক গোষ্ঠী দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। সাবেক এমপি সালাহ উদ্দিনকে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং তাকে জামিন না দেয়ার ঘটনা বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসনের আরও একটি বহিঃপ্রকাশ।

তিনি বলেন, দেশে আইনের শাসনের ন্যূনতম প্রয়োগ নেই বলেই মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির সম্মুখীন। তবে সরকারের চলমান অপশাসন থেকে রেহাই পেতে জনগণ এখন রাজপথের আন্দোলনকে তীব্র করতে সম্মিলিতভাবে রাস্তায় নেমে আসছে।

বিএনপি মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির জোর দাবি জানান।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন পৃথক বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার ও জামিন না দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধ আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদেরকে কারান্তরীণের মাধ্যমে আবারও জোর করে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা কোনদিনই পূরণ হবে না।

Check Also

‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x