নেইমারের চোখের জলের পর এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর অশ্রু। প্রথমার্ধের গোলে এগিয়ে থাকা মরক্কো পর্তুগালকে আর সুযোগই দেয়নি। ইউসুফ এন-সিরির গোলে তারা জয় পেয়েছে ১-০ গোলে। তাতে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে মরক্কো।
জিতলে সেমিফাইনাল নিশ্চিত। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরক্কো।
কাতার বিশ্বকাপ স্বপ্নের মতোই কাটছে মরক্কোর। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি।
আবারও বড় অঘটন। পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো।
শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি।
পুরো ম্যাচে স্পষ্ট প্রাধান্য বিস্তার করে খেলেছে পর্তুগাল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু গোলের জন্য আক্রমণে এগিয়ি ছিল মরক্কো।
খেলার শুরুর একাদশে মাঠে নামনো হয়নি পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। খেলার ৫২ মিনিটে রুবেন নেভাসের জায়গায় মাঠে নামানো হয় রোনালদোকে।
প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পরায় দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলকে জয় উপহার দেওয়াতো দূরে থাক সমতায়ও ফেরাতে পারেননি রোনালদো।