Sunday , 19 May 2024
শিরোনাম

পাবনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৩৭৩ পরিবার পাচ্ছে মুজিববর্ষের ঘর

পাবনা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার সরুপ পাবনার ৩৭৩ ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ স্বপ্নের ঘর।
আজ ২৩ এপ্রিল (শনিবার) বিকেলে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস স রাসেল হোসেন এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২হাজার ৯শত ০৪ টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাবনায় ৯ উপজেলা ৩৭৩ টি ঘর হস্তান্তর করা হবে। পাবনায় মোট ৬৫৪টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্ঠ ঘর জুনের মধ্যেই সম্পন্ন হবে। এর আগে পাবনায় দুই পর্বে ১ হাজার ৪শত ২৩ টি ঘর হস্তান্তর করা হয়েছে।

প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লক্ষ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারী, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে এই ঘর গুলোতে। দুই শতাংশ জমি সহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেস কাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমূখ সহ সাংবাদিক বৃন্দ।

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x