এবার ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার সকালে বেলগোরদ শহরে তেলের ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে।
রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের হেলিকপ্টার হামলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইউক্রেনে সচরাচর রুশ হামলার ঘটনা ঘটলেও রাশিয়ায় পাল্টা হামলা তেমন একটা দেখা যায় না। এ হামলায় দায় স্বীকার করেনি ইউক্রেন।
যে ডিপোতে আগুন লেগেছে, ইউক্রেন সীমান্ত থেকে তা মাত্র ৩৫ কিলোমিটার দূরে। ফটো ও ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ আগুন লাগে।
বিবিসি জানিয়েছে, বেলগোরদ শহরের আঞ্চলিক গভর্নর অভিযোগ করেছেন, সামরিক হেলিকপ্টার দিয়ে ওই তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন।
গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘শুক্রবার ভোরে যে আগুন লেগেছে, তা ইউক্রেনের দুই হেলিকপ্টার হামলায় ঘটেছে।’
তিনি জানান, হামলার জেরে অন্তত দু’জন আহত হয়েছেন। তবে তারা গুরুতর আহত নন।
গভর্নর গ্লাদকভ জানান, আগুন নেভাতে কাজ করছেন অগ্নিনির্বাপন কর্মীরা। তেলের ডিপোর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
এর দুই দিন আগে ওই এলাকার একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।