Sunday , 12 May 2024
শিরোনাম

প্রতিবন্ধী হয়েও করে ব্যবসা, ধরেছে সংসারের হালও

আব্দুল জব্বার পাবনা জেলা প্রতিনিধি: জন্ম থেকেই নেই পায়ে হেঁটে চলার সক্ষমতা। অন্য আর দশটা সাধারণ মানুষের জীবনের মতো হতে পারতো একটি সাধারণ জীবন। তবে শারীরিক যে প্রতিবন্ধকতা তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামের রায়হানের ক্ষেত্রে। তার অদম্য ইচ্ছে শক্তি ও আত্মবিশ্বাস তাকে সবার চেয়ে এগিয়ে রেখেছে সব সময়। তাইতো প্রতিবন্ধকতার কাছে হার না মেনে হাতে তুলে নিয়েছেন পাঁচ সদস্যর পরিবারের। সংসারে রয়েছে বৃদ্ধ মা দুই বোন। কিছু বুঝে উঠার আগেই ছোট বেলায় হারিয়ে বাবাকে। বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। এত কিছুর পরেও আজ বাজারে বাজারে ঘুরে ঘুরে ভ্রাম্যমাণ মুরগীর ব্যবসা করে বড় বোন কে অনার্স পর্যন্ত পড়াশোনা করে বিয়ে দিয়েছেন। রায়হান জানান ভ্যান গাড়িতে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি থেকে কখনো বাজার থেকে হাস মুরগী কিনে বিভিন্ন বাজারে বিক্রি করে করে যে আয় হয় তা দিয়ে সংসার চলে। প্রতিদিন গড়ে দুই তিন শত টাকা আয় হয়। স্থানীয় এলাকার ব্যবসায়ী সাইফুল বলেন রায়হানের কষ্ট দেখে তার বসার জন্য নতুন বাজারে আমার দোকানের সামনে ব্যবস্থা করে দিয়েছি। এ বাজার ছাড়াও রাকসা বাজার, গেটের বাজারে ভ্রাম্যমাণ মুরগী বিক্রি করে থাকে। রায়হান সাথে কথা বলে জানা যায় পুজি স্বল্পতার কারণে ব্যবসা বড় করতে পারিনা। অনেকে আমাকে ভিক্ষা করতে বললেও আমার লজ্জা লাগে তাই ছোট বেলায় মায়ের জমানো টাকা দিয়ে এ পেশায় আসি। সমাজের বৃত্তবানদের সহায়তায় আমার একটা স্থায়ী দোকান হলে ভালো হতো।

Check Also

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x