ইসলাম ধর্মকে সঠিকভাবে চেনা ও কোরআন সম্পর্কে যথার্থ জ্ঞানার্জনের জন্য প্রবাসী শিশুদের জন্য পর্তুগালে মক্তব চালু করা হয়েছে। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে পরিচালিত হযরত খাদিজা (রা.) মসজিদ প্রাঙ্গণে এ মক্তব উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সময় রবিবার দুপুরে মসজিদ কমিটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এবং গোলাম ইয়াহহিয়া রুপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররম জামে মসজিদ সভাপতি রানা তাসলিম উদ্দিন এবং খতিব অধ্যাপক আবু সাঈদ।
মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আতিকুর রহমান তার বক্তব্যে প্রবাসে সবার সন্তানকে ইসলামিক শিক্ষা দেয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মাওলানা আলাউদ্দিন, ফুঁজায়েল আহমদ ফয়েজ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের কোষাধক্ষ্য জাহিদ কায়সার, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ। মসজিদ কমিটির মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের কবির, মাহবুবুর রহমান খান, আজিজুর রহমান খান, আলী আকবর প্রমুখ।
প্রবাসের মাটিতে এ রকম উদ্যোগ নেয়ায় মসজিদ ও মাদ্রাসা কমিটিকে সাধুবাদ জানান উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিরা।
Tweet