Wednesday , 22 May 2024
শিরোনাম

ফের বাড়ল স্বর্ণ ও রৌপ্যমুদ্রার

আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বাড়ছে। ইতোমধ্যে দেশের বাজারে প্রতি ভরির দর ১ লাখ ১১ হাজার টাকা ছাড়িয়েছে। এরই প্রেক্ষিতে স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা (ডিসিপি) বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। যা বুধবার (২৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটির দাম ৫ হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। বুধবার (২৭ ডিসেম্বর) এই মূল্য কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দফায় দফায় বাড়ছে। সেই সঙ্গে দেশীয় মার্কেটে তেজাবী (খাঁটি বা পাকা) স্বর্ণের দর বৃদ্ধি পাচ্ছে। ফলে স্মারক মুদ্রার মূল্য বাড়ানো হয়েছে। প্রতিটির দাম ধরা হয়েছে ১ লাখ টাকা। এর আগে যা ছিল ৯৫ হাজার টাকা।

কেন্দ্রীয় ব্যাংক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক মুদ্রার (বাক্সসহ) মূল্য ধার্য করা হয়েছে ১ লাখ টাকা।

বিশ্ববাজার ও স্থানীয় বাজারে স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির স্মারক মুদ্রার দাম বাড়ানো হয়েছে। ২৭ ডিসেম্বর থেকেই নতুন মূল্য কার্যকর হবে।

Check Also

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি

দেশের সরকারি-বেসরকারি প্রায় ৩০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সরকারি-বেসরকারি ব্যাংকের এমডিদের সঙ্গে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x