নোবিপ্রবি প্রতিনিধিঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)
বৃহস্পতিবার (১৭ ই মার্চ) সংগঠনটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধানিবেদন কালে , নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সংগঠনের সভাপতি আব্দুর রহিম,সহ-সভাপতি হিমেল শাহরিয়ার,সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন চন্দ্র শীল, দপ্তর,প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল কবির ফারহান, কার্যকরী সদস্য নুমান রাশেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সাখাওয়াত আহমেদ ফাহিম, ফজলে এলাহি ফুয়াদ, খাদিজা খানম ঊর্মী,মো.রিয়াদুল ইসলাম,মো.ফাহাদ হোসাইন, আবদুল্লাহ আল নোমান ,নাহিদুল ইসলাম, মো.হোসাইন সহ অন্যান্য সদস্যবৃন্দ।