নোবিপ্রবি প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ববৃন্দ।
বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাংবাদিক সমিতি’র সভাপতি আব্দুল কবির ফারহান,সহ সভাপতি রিপন চন্দ্র শীল, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান,যুগ্ন-সম্পাদক সাবিহা তাসমিম বিন্তি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন দপ্তর, প্রচার, প্রকাশনা সম্পাদক এস,জে, আরাফাত, কোষাধ্যক্ষ নুমান রাশেদ, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক এস আহমেদ ফাহিম,কার্যনির্বাহী সদস্য ফজলে এলাহী ফুয়াদ,সদস্য খাদিজা খানম ঊর্মী, মো.রিয়াদুল ইসলাম,নাহিদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান ও সাদিদ আব্দুল হক।
এর পূর্বে, গতকাল বুধবার(১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের ২০১ নম্বর কক্ষে নোবিপ্রবিসাসের সদ্য বিদায়ী কমিটি নতুনদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। বিদায়ী কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোঃ দিদার-উল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সহ বিভিন্ন অনুষদের ডীন,ইন্সটিটিউটের পরিচালক , বিভাগের চেয়ারম্যান,হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক , শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং কার্যনির্বাহী কমিটি-২০২২ দায়িত্ব গ্রহণ করে। নতুন কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবির ফারহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাঈনুদ্দিন পাঠান।