Monday , 20 May 2024
শিরোনাম

বঙ্গবন্ধু বাংলার মেহনতি মানুষের দুর্ভোগ নিরসনে দিনরাত কাজ করেছেন : ড.কলিমউল্লাহ

২৯ জানুয়ারি, ২০২৪ বুধবার সন্ধ্যায়  বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৯১০তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের সাবেক চেয়ারপারসন প্রফেসর ডক্টর সুচিতা শরমিন।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জনস হপকিন্স ইউনিভার্সিটির পিএইচডি ফেলো ইমাম হোসেন মজুমদার ।

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ভোলা থেকে আরমান ও সমাজসেবক সাকিব হোসেন।

সভাপতির বক্তব্যের শুরুতে ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলার মেহনতি মানুষের দুর্ভোগ নিরসনে দিনরাত কাজ করেছেন।
প্রফেসর ডক্টর সুচিতা শরমিন বলেন, বঙ্গবন্ধু একজন প্রকৃত বাঙালি ছিলেন।

ইমাম হোসেন মজুমদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা’র ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সেস এর ডিন এবং ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x