Monday , 13 May 2024
শিরোনাম

বঙ্গবন্ধু সেতুতে পৃথক দুর্ঘটনায় টোল আদায় বন্ধ, তীব্র যানজট

বঙ্গবন্ধু সেতুতে পৃথক দুর্ঘটনায় ৪৭ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এদিকে টোল আদায় বন্ধ রাখায় ও গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১৪কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, ভোর রাতের দিকে সেতুর উপর হানিফ পরিবহনের একটি বাসকে পেছন থেকে একটি প্রাইভেটকার ও একটি পিকআপকে অপর একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালকদের মাঝে ঝগড়া বেধে যায়। পরে রেকার দিয়ে গাড়ি সরিয়ে নেয়া হয়। এসময় ৪৭ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এছাড়া আজ ২১ ফেব্রুয়ারি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। অন্যদিকে কিছু চালক এলোমেলোভাবে গাড়ি নিয়ে সিঙ্গেল লেনে দুই লেন করে ফেলায় অপর লেনের গাড়ি চলাচল করতে না পারায় যানজট তীব্র আকার ধারণ করেছে।

যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ ।

Check Also

রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত। 

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ১২ মে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x