মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের নিয়ন্ত্রণাধীন চুনতি রেঞ্জের হারবাং বিটের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে গামারি, কাঁঠাল, আম চোরাই কাঠ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে উত্তর হারবাং ৯নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া, সিগারেট কারখানার আবাসিক হোস্টেল সংলগ্ন রাস্তার পাশে অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া সহকারি বনসংরক্ষক এটিএম আযহারুল ইসলামসহ চুনতি রেঞ্জকর্মকর্তা (ভারপ্রাপ্ত) জলিলুর রহমান ও বিভিন্ন বিটের কর্মচারীবৃন্দ অভিযানে উপস্থিত ছিলেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের নিয়ন্ত্রণাধীন চুনতি রেঞ্জের হারবাং বনবিটের উত্তর হারবাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া সিগারেট ফ্যাক্টরীর আবাসিক হোস্টেল সংলগ্ন রাস্তার দু-পাশে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে পাচারের উদ্দ্যেশে স্তুপ করে রাখার খবর পেয়ে বন বিভাগের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে গামারি, কাঁঠাল, আম চোরাই কাঠ উদ্ধার করা হয়।