মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০২২। ২০নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সরকারি ও বেসরকারী কর্মকর্তাসহ শিক্ষার্থীও র্যালীতে অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। পরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৬৪টি টি স্টলে পরিদর্শন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. শেখ মোহাম্মদ ছাদেক,বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু,পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মুহাম্মদ হাসান আলী,বান্দরবান এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার, বান্দরবান এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার, বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোছলেহ উদ্দীন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মাদ ইয়াছির আরাফাত,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য্য,সাংবাদিক মুহাম্মদ আলী’সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ মেলায় ০৪ টি প্যাভেলিয়নে ৬৪ টি স্টলে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, এলজিইডি, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা, জেলা প্রাথমিক শিক্ষা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করেন। দুইদিনের এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে।