Saturday , 18 May 2024
শিরোনাম

বসুন্ধরার উদ্যোগে তৃতীয় কাফেলায় ওমরাহ করতে যাচ্ছেন ২৭ জন

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ওমরাহ হজ করতে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ২৭ জন মুসল্লি।

পবিত্র ওমরাহ করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় যাচ্ছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আরো ২৭ জন মুসল্লি। হজ পালনের আর্থিক সামর্থ্য নেই এমন ধর্মপ্রাণ মুসল্লিদের এই সুযোগ করে দিচ্ছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা, বাজুস প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

আগামীকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় গালফ এয়ারলাইনসের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তৃতীয় কাফেলার মুসল্লিরা সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। সে উপলক্ষে আজ বুধবার রাতে হজযাত্রী মুসল্লিদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির অফিসে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

হজযাত্রী মুসল্লিদের নিয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল। 

ওমরাহ পালনের তৃতীয় কাফেলায় আছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের ফুটপাতের হকার মো. শাহজাহান। পঞ্চাশোর্ধ্ব শাহজাহান ওমরাহ হজ পালনের সুযোগ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ। বসুন্ধরা গ্রুপের উছিলায় আমি মহানবীর পবিত্রভূমিতে যেতে পারব। উপদেষ্টা এবং দেশের সব মানুষের কল্যাণের জন্য দোয়া করব। ‘

ওমরাহ পালনের সুযোগ পেয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা জানান নিরাপত্তাকর্মী ইউসুফ আলী। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘আমার বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হয়, ওমরাহ করা তো কল্পনার বাইরে। টাকা খরচ করে হজ পালনের সামর্থ্য আমার ছিল না। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের জন্য অন্তর থেকে দোয়া করি, খুবই ভালো লাগছে। ‘

দোয়া মাহফিল অনুষ্ঠানে তৃতীয় কাফেলার মুসল্লিদের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম আব্দুল মান্নানকে আমির ও একটি প্রকাশনী কম্পানির কর্মচারী মো. দ্বীন ইসলামকে সহকারী আমির নির্বাচন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী।

অনুষ্ঠানে মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী বলেন, ‘গত রমজানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুসল্লি কমিটির মাননীয় উপদেষ্টা মহোদয় সামর্থ্যহীনদের জন্য ওমরাহ পালনের ব্যবস্থা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তৃতীয় ধাপের ২৭ জন মুসল্লি পবিত্র ভূমির উদ্দেশে রওয়ানা হচ্ছেন। সামর্থ্যহীনদের হজ আদায়ের ব্যবস্থা করে দেওয়ায় মাননীয় উপদেষ্টা মহোদয় ও তাঁর পরিবারের নেক হায়াত কামনা করি। ‘

উল্লেখ্য, এর আগে ওমরাহ পালন শেষে গত ১৮ ডিসেম্বর দেশে ফেরেন প্রথম কাফেলার ২৬ জন সদস্য। ২৬ ডিসেম্বর দ্বিতীয় কাফেলায় ৩৩ জন সদস্য সৌদি আরবে যান। তারা এখন মদিনায় অবস্থান করছেন। শিগগিরই বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় আরো ১৮ জনকে নিয়ে চতুর্থ কাফেলাটি পবিত্র ভূমি মক্কা-মদিনার উদ্দেশে যাত্রা করবে বলে জানিয়েছেন হাজী ইয়াকুব আলী।

ওমরাহ হজের তৃতীয় কাফেলার যাত্রা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন গাজী, সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল হুদা, যুব ও শিশু বিষয়ক সম্পাদক মো. জালাল সরকার, সদস্য মো আলী আহমেদ ফেকু, বসুন্ধরা গ্রুপের ওমরাহ বিষয়ক কো-অর্ডিনেটর মো. আমির হোসেন মিয়া প্রমুখ।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x