ফারজানা খান লিয়া, মানিকগঞ্জ:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিক্ষামূলকভাবে ডেঙ্গু রোগের টিকা তৈরি করেছে। তারা বলছে, টিকাটি বেশ কার্যকর। এই টিকার ওপর আমাদের আরও পরিক্ষা-নিরিক্ষা চালাতে হবে। পরিক্ষা শেষে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই আমরা সেটি দেশে ব্যবহার করতে পারবো।
৩০ সেপ্টেম্বর দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগের টিকা নিয়ে গবেষণা বিশ্বজুড়ে চলছে। ইতোমধ্যে দুইটি টিকা বিশ্বে তৈরি করাও হয়েছে। কিন্তু টিকাগুলো সেভাবে ব্যবহার করাও হয় না। সেই টিকাগুলোতে একটু সমস্যাও রয়েছে।