Sunday , 12 May 2024
শিরোনাম

বাংলায় টুইট করে যা বললেন উজরা জেয়া

বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে আবার দেখা হবে লিখে বাংলা ভাষায় টুইট করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। গতকাল শুক্রবার (১৪ জুলাই) রাতে এ টুইট করেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

আরও পড়ুন…বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠক করছেন না উজরা জেয়া

টুইটে তিনি আরও বলেন, ‘একটি ফলপ্রসূ সফরের জন্য বাংলাদেশ সরকারের কর্মকর্তা, সুশীল সমাজ এবং ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস টিমকে ধন্যবাদ। দেখা হবে, ঢাকা!’

উজরা জেয়া লেখেন, বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপ, শ্রম অধিকারসহ অংশীদারিত্ব অব্যাহত রাখতে আমরা উন্মুখ।

এর আগে আন্ডার সেক্রেটারি উজরা জেয়া চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। এরপর বুধবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির ঘুরে এসে ঢাকায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক বৈঠক করেন ৷

Check Also

বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে: প্রধানমন্ত্রী

বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার (১১ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x