Saturday , 4 May 2024
শিরোনাম

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ সুমন।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোন অটল ছাপ্পান্নের উদ্যোগে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সার্বিক সহযোহিতায় কাপ্তাই জোন কমান্ডারের নির্দেশনায় দুইটি ক্যাম্পে ৫০ টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) সকাল ১০ টায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার । বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দাস, মহিলা সদস্যা ইখাইচিং মারমা সহ সেনাবাহিনীর সদস্য বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরনণ অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডার বলেন, সেনাবাহিনীর কাজ শুধু নিরাপত্তা দেয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শীতবস্ত্র বিতরন সহ নানামুখী জনকল্যাণ মুখী কাজ গুলো ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শিক্ষা স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে।পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন,সন্ত্রাসী চাঁদাবাজ কারো বন্ধু নয়,সকলে জাতির কাছে শত্রু তাদের প্রতিহত করতে হবে।পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না।তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি ফিরে আনতে হবে।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x