নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত মহিবুল ইসলাম বাধনকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। ০৩ জুলাই, ২০২২, রোববার, বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র মঞ্চে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিবিএ’র শিক্ষার্থী মারজুক নিলয়। গীতা থেকে পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শিশির বিশ্বাস। মানপত্র পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জায়েদ আদনান ও মুনতাহিমা রহমান মিম। ফুল দিয়ে মহিবুল ইসলাম বাধনকে শুভেচ্ছা জানান বিভাগের শিক্ষার্থী নিশি ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী বলেন, মহিবুল ইসলাম বাধনের কাছে আমাদের প্রত্যাশা অনেক। সে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের গর্ব। সে কুষ্টিয়াসহ এই বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জল করেছে। ভয়াবহ করোনা মহামারীর মধ্যেও বাধন মানুষকে সেবা করেছে। বিপদে মানুষের পাশে থেকেছে। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব এমদাদ উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইসমত আরা খাতুন ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ। এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রক্টর ও বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক জনাব এসএম হাসিবুর রশিদ তামিম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তাসলিমা খানম। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রামের কো অর্ডিনেরটর জনাব শারমিন বানু। সংবর্ধিত শিক্ষার্থী মহিবুল ইসলাম বাধন তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া প্রাথর্না করেন। তিনি আগামীতে আরও ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীসহ বাধনের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মহিবুল ইসলাম বাধনকে ক্রেস্ট, উত্তোরীয়, মানপত্র উপহার দেওয়া ছাড়াও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশানর বিভাগের প্রভাষক সোনিয়া আফরিন। উল্লেখ্য, মহিবুল ইসলাম বাধন বঙ্গবন্ধু ১ম ইয়ূথ (অনুর্ধ্ব-১৭) এবং ৩য় জুনিয়র (অনুর্ধ্ব-২০) জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২২ এ স্বর্ণ পদক পেয়েছে।