Friday , 17 May 2024
শিরোনাম

বান্দরবানে চিকিৎসকের অবহেলায় মাথা কেটে নবজাতকের মৃত্যুর অভিযোগ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় বাচ্চা প্রসব করার সময মাথা কেটে এক নবজাতকের মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল বুধবার রাতে এ ঘটনা ঘটে। চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন পরিবারের সদস্যরা।

হাসপাতাল ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকার বাসিন্দার পিংকি আক্তারের প্রসব যন্ত্রণা শুরু হলে মঙ্গলবার বিকালে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালের চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন। পরিবার এবং চিকিৎসক উভয়ের সম্মতিতে অপারেশনের সময় চিকিৎসকের অসর্তকতায় শিশুর মাথা কাটা পড়ে বাচ্চার মৃত্যু হয়। অপারেশনের নেতৃত্ব দেন ডাক্তার চিংম্রা সাং মারমা।

বিষয়টি জানার পর শিশুর পরিবার এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হাসপাতালে জড়ো হয়। খবরটি ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে শিশু মৃত্যুর ঘটনায় পাল্টা পাল্টি অভিযোগ করছে চিকিৎসক এবং শিশুর পরিবার। শিশুর বাবা রাজমিস্ত্রী মাহাবুব আলম বলেন, চিকিৎসকের অসর্তকতায় আমার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এটি দূর্ঘটনা নয়, এটি হত্যা। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

তবে চিকিৎসকরা বলছেন বাচ্চাটি আগেই মারা গিয়েছিল। মাকে বাঁচাতে জরুরিভাবে অপারেশন করাতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। সিভিল সার্জন জানিয়েছেন এটি জটিল অপারেশন ছিল। মুলত মাকে রক্ষা করতে গিয়ে শিশুটিকে জরায়ু থেকে বের করার সময় এ ঘটনা ঘটেছে। তবে বিষয়ট কি ভাবে ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে যে চিকিৎসক এই অপারেশন করেছেন ডা. চিংম্রা সাং এর বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে রাতেই সদর হাসপাতাল পরিদর্শনে যান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দি, সদর থানার ওসি রফিকুল ইসলাম ‘সহ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিষয়টি তদন্ত করবেন।

Check Also

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x