মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবান ডিস্ট্রিক পলিসি ফোরামের উদ্যোগে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। ২২শে জুন বুধবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দক্ষ ও সক্রিয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, পণপ্রথা বন্ধ এবং বিবাহ নিবন্ধন নিশ্চিতকরন কল্পে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী,১.২.৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দীপিকা তংচঙ্গা,কারিতাস প্রতিনিধি লুবনা দাশ,১নং রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, ৬নং জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা,৩নং সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা,৫নং টংকাবতি ইউপি চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদী,বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগন’সহ আরো অনেকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত p4d (পি ফোর ডি) প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম বান্দরবানের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সভাপতি অং চ মং মারমা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ব্রিটিশ কাউন্সিল প্ল্যাটফর্মস ফর ডায়লগ (পি ফোর ডি) বান্দরবান ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মং শৈনুক মারমা।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে ৩২ জন এবং জুম অনলাইনের মাধ্যমে আরো ২০ জন স্টেকহোল্ডার এ সভায় অংশগ্রহন করেন। এ সভার সঞ্চালনা করেন ডিপিএফ সেক্রেটারি লাল জার লম বম। সভায় বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় কিছু সুপারিশ ও মতামত বান্দরবান ডিপিএফ কতৃর্ক পেশ করা হয়। এ সভায় সকল স্টেকহোল্ডারগণ নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে আরো বেশি সক্রিয় হওয়ার আশা ব্যক্ত করেন এবং এ বিষয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।