Sunday , 19 May 2024
শিরোনাম

বান্দরবানে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে থাকছে দুই দিন ব্যাপী নানান অনুষ্ঠানমালা। এই উপলক্ষে ১৯আগষ্ট শুক্রবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের মহাশোভাযাত্রার উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শোভাযাত্রাটি স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নানা রং এ বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি সেজে শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যনার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। এসময় শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য বাবু উজ্জ্বল কান্তি দাশ,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, আওয়ামীলীগ নেতা বিপ্লব চৌধুরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন চৌধুরী সন্জয়।

২০আগষ্ট শনিবার ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুত, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x