Sunday , 19 May 2024
শিরোনাম

বান্দরবানে নির্মাণাধীন মাচাং ঘর পরিদর্শন করেছে জেলা প্রশাসক ও মনিটরিং কমিটি

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষংপাড়া ও রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নির্মাণাধীন মাচাং ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। সাথে ছিলেন জেলা মনিটরিং কমিটির সদস্য স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,
ইউএনও রোয়াংছড়ি,জেলা পরিষদের সম্মানিত সদস্য মোজাম্মেল হক বাহাদুর,এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার,সহকারী প্রকৌশলী মোঃ আমান, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ফয়জুর রহমান,জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য্য। বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সাংবাদিক মুহাম্মাদ আলী, জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধান,জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী মনজেল হোসেন, রোয়াংছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান, ৬নং জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসিং শৈ মারমা,১নং প্যানেল চেয়ারম্যান চিম্প্রু মেম্বার, অন্যান্য মেম্বারবৃন্দ ও পাড়াবাসী। মনিটরিং কমিটির সদস্যবৃন্দ ঘরের নির্মাণ কাজ ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা যাচাই বাছাই করে দেখেন এবং নির্মাণ কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। মনিটরিং কমিটির সম্মানিত সদস্য নির্বাহী প্রকৌশলী জনস্বাস্হ্য প্রকৌশল জরুরী ভিত্তিতে উপকারভোগী পরিবারের সদস্যদর জন্য পানীয়জলের ব্যবস্হা করার আশ্বস্ত দেন। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উভয় ইউএনওকে স্হানীয় চাহিদা অনুসারে অনুমোদিত ডিজাইন অনুযায়ী টয়লেটের নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দেন। উপকারভোগী পরিবারের সদস্যরা তাদের পছন্দের পরিবেশবান্ধব, পাহাড়ের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অন্যান্য পাড়াবাসীরাও জেলাপ্রশাসকের নিকট এধরণের মাচাং ঘর পাওয়ার জন্য আবেদন করেন।

Check Also

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x