মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলায় কটেজ, মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (CMSME) খাতে অর্থায়ন কার্যক্রম সম্পর্কিত মত বিনিময় সভা ২৮ ডিসেম্বর/২২ বুধবার বান্দরবান হোটেল হিলভিউ করফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম দক্ষিন জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিয়া মোহাম্মদ বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এ,বি,এম জহুরুল হুদা।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক আব্দুল আহাদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর সদস্য কাজল কান্তি দাশ, কৃষি ব্যাংক এর আঞ্চলিক ব্যাবস্থাপক ভুপতি রঞ্জন দাশ, সোনালী ব্যাংক এর ডিজিএম ওসমান গনি। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বান্দরবানের শাখা ব্যাবস্থাপক সাইফুদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনিয়োগ গ্রহীতা সেলিম রেজা উম্মে কুলসুম সাথী ও সবিতা রানী।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এ,বি,এম জহুরুল হুদা বলেন, শিল্পায়ন ও কৃষির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমদানী বিকল্প কৃষি পন্য উৎপদনে বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যাংকের প্রতি আহবান জানান। তিনি বলেন ব্যাংকের উপর আস্থা রাখুন, গুজবে কান দেবেন না। বাজারে চাহিদা অনুযায়ী পন্য উৎপদনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিনিয়োগ বৃদ্ধির জন্য জটিলতা কাটাতে চেষ্টা করা হবে। এজন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়ার অনুরোধ করেন। তিনি বিনিয়োগ লক্ষ্য মাত্রা বৃদ্ধি করে চ্যালেঞ্জ গ্রহনের জন্য ব্যাংকগুলোর প্রতি পরামর্শ দেন।।
সভায় বান্দরবানের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও বিনিয়োগ গ্রহিতা উপস্থিত হন।