Saturday , 18 May 2024
শিরোনাম

বান্দরবানে হা-ডু-ডু প্রতিযোগিতায় সানষ্টার সমবায় সমিতি চ্যাম্পিয়ন

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এই খেলাটি ঠিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্বীবিত করতে বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু প্রতিযোগিতা। ২১জানুয়ারী শনিবার বিকেলে বান্দরবানের সানষ্টার সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে লুসাইবাড়ী মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই হা-ডু-ডু প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐহিত্যবাহী খেলা দেখতে লুসাইবাড়ী মাঠে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমীরা। টান টান উত্তেজনায় সমাপনী খেলায় অংশ নেয় শেরে বাংলা নগর একাদশ ও সানষ্টার সমবায় সমিতি। এসময় সমাপনী খেলায় শেরে বাংলা নগর একাদশকে পরাজিত করে সানষ্টার সমবায় সমিতি চ্যাম্পিয়ন হয়। সমাপনী খেলায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও মেডেল প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর। সমাপনী খেলায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: হারুন সরদার, বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল হাসান বাচ্চু,বান্দরবান ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মুহাম্মদ কালু,ক্রীড়া প্রেমী ডিলার মোঃ জলিল, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক খলিল সরদার সহ বিভিন্ন ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x