মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
“ইউপি’র ট্যাক্স দিন, সেবা নিন” এই শ্লোগান সুামনে রেখে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষে বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়ন পরিষদের মাসিক সভা ও ইউনিয়ন পরিষদ শিক্ষা কেন্দ্রিক কমিটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম কুহালং ইউনিয়ন পরিষদ কার্যালয় সভা কক্ষে ১৭জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বান্দরবান ২নং কুহালং ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মংপু মারমা এর সভাপতিত্বে ও ২নং কুহালং ইউনিয়ন পরিষদের সচিব উচ্চ প্রু মারমা এর সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন কুহালং ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড সদস্য বাসিং মং মারমা, ২নং প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আবুল কালাম, ৩নং প্যানেল চেয়ারম্যান ও ৭,৮,৯ নং ওয়ার্ডের উনাইচিং মারমা, ১,২,৩নং ওয়ার্ডের হ্লা জাই প্রু মারমা,৪,৫,৬ নং ওয়ার্ডের কানিজ ফাতেমা তানজিনা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য
চাই উ গ্য মারমা,২নং ওয়ার্ডের ইউপি সদস্য চাই নু প্রু মারমা নেভী, ৩নং
ওয়ার্ডের ইউপি সদস্য চা মং খেয়াং,৪-মোঃ আবুল কালাম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য অং সা হ্লা মারমা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য অংসাহ্লা মারমা, ৯নং ওয়ার্ডের মং উ চিং মারমা। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের বান্দরবান এর প্রোগ্রাম অফিসার উনাউ প্রু মারমা, কুহালং ইউপির অফিস সহায়ক উমং হ্লা, উদ্যোক্তা উচসিং মারমা, গ্রাম পুলিশের গ্রুপ লিডার মো: নুরুুল আলম, গ্রাম পুলিশ মো: বদিউল আলম’সহ অন্যন্য ওয়ার্ড এর গ্রাম পুলিশবৃন্দ, বক্তব্য দিতে গিয়ে ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা ও কুহালং ইউপি সচিব উচ্চ প্রু মারমা এবং ২নং কুহালং ইউপি সদস্যগণ বলেন, নির্ধারিত কর সমূহ নির্ধারিত সময় পরিশোধ করা হলে, তাহলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। বর্তমান সরকার ইউনিয়ন পর্যায় সরকারী সেবা সমুহ জনগনের দৌড় গোড়াই পৌছে দিতে বদ্ধ পরিকর,মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র,বাসস্থান, শিক্ষা,চিকিৎসা এই সেবা গুলো প্রতিটি গণতন্ত্র রাষ্ট্রের সরকার কর্তৃক জনগনের অধিকার সমূহ জনগণের কাছে পৌছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার,আমরা সরকারের একটি অংশ। সভাপতির বক্তব্যে কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা আরো বলেন,শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন খুব বেশি জরুরি। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ,রাষ্ট্র গড়ে তুলি, উন্নয়নমূলক রাষ্ট্র গড়তে আমরা সরকারকে সহযোগিতা করি।