Monday , 20 May 2024
শিরোনাম

বান্দরবান জেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা-২০২২-২৩ চুড়ান্ত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলা পুষ্টি সমন্বয় কমিটি (ডিএনসিসি) এর আয়োজনে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) ও লিডারশীপ টু এনসউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় বান্দরবান জেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা(২০২২-২৩) চুড়ান্ত বিষয়ক কর্মশালা ২৯জুন বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসক এর কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বান্দরবানের জেনারেল প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন এস.এম নয়ন সালাউদ্দিন, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক পুষ্টিবিদ ডাঃ জোহান আক্তার, সহকারী পরিচালক ডা: ফজলে রাব্বি,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: অং চা লু, সদস্যদের সংযোগ কর্মশালা- বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন লীন প্রকল্পের জেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর অংচানু মারমা, বক্তারা বলেন, লিডারশীপ টু ইনশিওর এডোকেট নিউট্রিশন(লীন) প্রকল্পটি ইউপিয়ান কমিশন(ই ইউ) অর্থায়নকৃত পুষ্টি সুশান বিষয়ক প্রকল্প যা খাগড়াছড়ি,রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার ১৮টি উপজেলা ও ৭৮টি ইউনিয়নে ২০১৮ সালের ১ সেপ্টেমবর থেকে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দশ বছর মিয়াদি দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা। পুষ্টি সুশাসন বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে লীপ প্রকল্প মূল কাজি করছে এভাবে জেলা পুষ্টি সমন্বয় কমিটি (ডিএনসিসি) এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি)’র পরিকল্পনা প্রণয়ন কার্যক্র্রম পর্যালোচনা, বাস্তবায়ন ও মনিটরিং ও সহযোগিতা। (ডিএনসিসি) এবং (ইউএনসিসি)’র কাজগুলোতে স্বাস্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) টেকনিক্যাল সহযোগিতা ও পরামর্শ প্রদান করছে। লীন প্রকল্পে উদ্দেশ্য হল পার্বত্য চট্টগ্রামে এলাকায় মা ও শিশু পুষ্টি উন্নয়নে অবদান রাখা। শিশুরপুষ্টি (মায়ের দুধখাওয়ানো) ও কিশোরীদের বয়:সন্ধিকালীন যত্ন, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি,গর্ভবতী মহিলাদের নিয়মিত ওজন নেয়া, আয়রন ফলিকএসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার গুরুত্ব, শিশুদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্য ও মৌলিক সেবা প্রদান তাছাড়াও খাদ্য এবং পুষ্টির বিভিন্ন গ্রুপ ও কার্যক্রম নিয়ে তথ্য বহুল জনসচেতনতা বৃদ্ধিমুলক বিষয় নিয়ে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা (২০২২-২০২৩) চুড়ান্ত বিষয়ক
বিস্তারিত আলোচনা করা হয়।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x