Monday , 20 May 2024
শিরোনাম

বিএনপির হরতাল-অবরোধে ২৭৪ অগ্নিসংযোগ

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপির ডাকা হরতাল-অবরোধের দেড় মাসে সারা দেশে ২৭৪টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ খবর জানানো হয়েছে।

সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছেন, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, আগুনে পোড়ানো যানবাহনের মধ্যে বাস ১৬৮টি, ট্রাক ৪৪টি, কভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৭টি রয়েছে। এর মধ্যে ১১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সাতটি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

শাহজাহান শিকদার বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে আর প্রত্যেকটি ঘটনায় আগুন নেভাতে ২টি করে ইউনিট কাজ করেছে।

 

 

 

Check Also

যেভাবে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ পাচার করছিলেন শহীদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানকালে মোহাম্মদ শহীদ মিয়া নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x