জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
উপাচার্য অধ্যাপক মোঃ নূরুল আলম বলেন, ” বিজ্ঞান ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। বিজ্ঞান নিয়ে আরো গবেষণা করতে হবে। বিজ্ঞান মানুষের চিন্তাশক্তি, উদ্ভাবনী শক্তি বাড়ায়। গবেষণায় উন্নতি লাভ করার মাধ্যমে আমরা জাতি হিসেবে উন্নতি লাভ করতে পারবো।”
গতকাল রবিবার (২৮ আগস্ট) বিকেল আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ আয়োজনে চতুর্থ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ এর পুরস্কার বিতরণী সভায় তিনি এ কথা বলেন।
প্রতিযোগিদেরকে উৎসাহ দিয়ে তিনি আরও বলেন, “জয় লাভ করাই বড় কথা নয়, অংশগ্রহনই বড় কথা।” এছাড়াও সভায় উদ্বোধনী বক্তব্যে জাবি সাইন্স ক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায়না। দেশের বিভিন্ন স্থান থেকে বিজ্ঞান-মনস্কদের বের করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। আমাদের এই কাজের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক কবিরুল বাশার,অধ্যাপক অলমগীর কবীর, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক ও ভারপ্রাপ্ত প্রক্টর অ স ম ফিরোজ-উল-হাসান।
প্রসঙ্গত, এবছর স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছয় শত শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বাছাই পক্রিয়া শেষে সাতটি ক্যাটাগরিতে ত্রিশ জন শিক্ষার্থী পুরষ্কারের জন্য নির্বাচিত হয়।