সরওয়ার কামাল মহেশখালীঃ ১১ই অক্টোবর
সংসারে দুই ছেলে, দুই মেয়ে এক স্ত্রী। পরিবারের অভাব ঘুচাতে বিদেশযাত্রার স্বপ্ন দেখেছিলেন এনামুল করিম। মালেশিয়ার ভিসা পেয়ে প্রশিক্ষণের জন্য নিবন্ধনও করেছেন। এতটুকুতেই থেমে গেছে তার জীবন। প্রশিক্ষণের জন্য নিবন্ধন শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। ১১ই অক্টোবর
দুপুর ২টায় বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এনাম উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বারঘর পাড়া গ্রামের রওশন আলীর ছেলে। নিহতের বাবা রওশন আলী জানান, মালয়েশিয়া যেতে প্রশিক্ষণে নাম নিবন্ধন করার জন্য গত ১০ই অক্টোবর বিকেলে তার ছেলে এনামসহ আরো কয়েকজন চট্টগ্রাম শহরে যান। নিবন্ধন শেষে সিএনজি নিয়ে তারা মহেশখালী ফিরছিলেন। দুপুরে বাঁশখালী প্রধান সড়কে দ্রুত গতির ট্রাক তাদের বহনকারী সিএনজিতে ধাক্কা দেয়। এতে এনামসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এনাম মারা যায়। নিহত এনামের সাথে চট্টগ্রাম যাওয়া মোঃ আলা উদ্দীন জানান, সকালে তারা তিনটি সিএনজি করে চট্টগ্রামের মইজ্জার টেক থেকে বদরখালী ফিরছিলেন। নিহত এনাম কে তার গাড়িতে উঠতে বলেন। কিন্তু সাথে অন্যরা থাকায় তিনি উঠেননি। পরে দুপুরে তিনি বাড়িতে ফিরে এনামের মৃত্যুর সংবাদ শুনতে পান।