Friday , 17 May 2024
শিরোনাম

৮৫ মিনিট পরমাণু অস্ত্রের দায়িত্ব ছিলেন কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট সব সময় একটা বিশেষ কালো ব্যাগ সঙ্গে রাখেন বলে জনশ্রুতি আছে। সেই ব্যাগে নাকি পারমাণবিক অস্ত্রের সুইচ বা বোতাম থাকে।

বাস্তবতা হলো, প্রেসিডেন্টের কাছে অতিগোপনীয় সংকেত থাকে, যা ব্যবহার করে তিনি বিশ্বের যে কোনো স্থানে পারমাণবিক হামলার তাৎক্ষণিক অনুমতি দিতে পারেন।

হোয়াইট হাউসের একটি বিশেষ কক্ষে বসে প্রেসিডেন্ট যুদ্ধের নির্দেশ দেন এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রেসিডেন্ট যখন কয়েক দিনের জন্য বিদেশ সফরে যান, বিশেষ ব্যাগটি সঙ্গে করেই নিয়ে যান। তবে ব্যতিক্রমও ঘটে থাকে।

এএফপির এক খবরে বলা হয়, গত নভেম্বরে বাইডেন কোলোনোস্কপি করানোর প্রয়োজনে কিছুক্ষণের জন্য চিকিৎসকদের সহায়তায় অচেতন অবস্থায় ছিলেন। তখন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৮৫ মিনিটের জন্য সেই বিশেষ ব্যাগটির দায়িত্ব নেন। ফলে মার্কিন ইতিহাসে প্রথম কোনো নারী পারমাণবিক অস্ত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পান।

মার্কিন প্রেসিডেন্টের হাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সর্বময় ক্ষমতা থাকলেও এর প্রক্রিয়া বেশ দীর্ঘ।

Check Also

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x