Sunday , 12 May 2024
শিরোনাম

বিমান যাত্রীর শরীরে ৩ কোটি ২১ লাখ টাকার স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে প্রায় ৩ কেজি ৭৩২ গ্রাম ওজনের ৩২ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর বাজারমূল্য প্রায় তিন কোটি ২১ লাখ টাকা।

বৃহস্পতিবার সকালে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।

জিয়াউদ্দিন হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার ৯নং ওয়ার্ডের আমজাদ আলী মিস্ত্রি বাড়ির আবুল বাশারের পুত্র। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ১৪৮ ফ্লাইট) একটি উড়োজাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে আসেন।

এ ব্যাপারে অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান গণমাধ্যম কর্মীদের জানন, গোপন তথ্যের ভিত্তিতে তারা বিমানবন্দরে যাত্রী জিয়াউদ্দিনের শরীর তল্লাশি করেন। তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া। পরে তার পায়ুপথ থেকে আরও ৯টি সোনার বার উদ্ধার করা হয়। জিয়াউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Check Also

মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, জলাবদ্ধতায় রাজধানীতে ভোগান্তি চরমে

রাজধানী ঢাকায় ব্যাপক বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, বিশেষ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x