Friday , 3 May 2024
শিরোনাম

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে যে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করল ইএসপিএন

কাতার বিশ্বকাপের পর্দা উঠতে এখনো সাত মাস বাকি। ৩২ দলের তিনটি চূড়ান্তই হয়নি এখনো।

তা নিয়ে অবশ্য মাথা ব্যথা নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। কারণ ২৯ দলের তালিকায় প্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল তাদের জায়গা পাকা করেছে।

তাই বিশ্বকাপ নিয়ে এখনই নানা স্বপ্ন বুনতে শুরু করেছেন বাংলাদেশের মেসি ও নেইমারভক্তরা।

অন্য দেশিদের মতে, এটা স্রেফ পাগলামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু এবার এমন পাগলামিতে যোগ দিয়েছে খোদ ইএসপিএন।

সাত মাস আগেই ২০২২ বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটটি।

তবে ইএসপিএনের এই পাগলামি আলোড়ন তুলেছে ফুটবলপ্রেমীদের মাঠে।

কারণ আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছে ইএসপিএন। তারা বলছে – এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়বে আর্জেন্টিনা! শিরোপা নেবে ব্রাজিল।

আর্জেন্টিনা কীভাবে এবং কেন বাদ পড়বে সে বিশ্লেষণও করেছে ওয়েবসাইটটি।

যদিও ইএসপিনের এই বিশ্লেষণ উড়িয়ে দেবেন বাংলাদেশের আজেন্টিনা সমর্থকরা।

গত ৫ এপ্রিল ইএসপিএনে বিশ্লেষণটি নিয়ে হাজির হন রায়ান ও’হ্যানলন।

তার বিশ্লেষণে উঠে এসেছে – বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ৬৪ ম্যাচে প্রতিটির ফল কী হতে পারে, নকআউট পর্বে কারা উঠবে। এসব শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপ কে ঘরে নিয়ে ফিরবে!

খেলোয়াড়ের ব্যক্তিগত রেটিং আর দলের পারফরম্যান্স ও বিশ্বকাপে ইতিহাসে কোন দল গড়ে কেমন গোল খেয়েছে আর দিয়েছে, এসব বিচার করে বিশ্লেষণ করেছেন রায়ান ও’হ্যানলন।

রায়ানের মতে, গ্রুপ সি থেকে সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠবে আর্জেন্টিনা। সঙ্গে উঠবে পোল্যান্ড। ঝরে পড়বে মেক্সিকো ও সৌদি আরব।

কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কপাল পুড়বে মেসি-ডি মারিয়াদের।

আর্জেন্টিনা নাকি হেরে যাবে শক্তিশালী ফ্রান্সের কাছে।

এর আগে গ্রুপ ডি থেকে দারুণ খেলে ডেনমার্কের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করবে ফ্রান্স। গ্রুপ সেরা হবে ডেনমার্ক।

তাই শেষ ষোলোতে ফ্রান্স মুখোমুখি হবে আলবিসেলেস্তেতেদের।

ইএসপিএনের বিশ্লেষণে গ্রুপ পর্ব থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে যারা দ্বিতীয় রাউন্ডে উঠবে —

গ্রুপ এ থেকে নেদারল্যান্ডস ও সেনেগাল, গ্রুপ বি থেকে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র, গ্রুপ সি থেকে আর্জেন্টিনা ও পোল্যান্ড. গ্রুপ ডি থেকে ডেনমার্ক ও ফ্রান্স, গ্রুপ ই থেকে স্পেন ও জার্মানি, গ্রুপ এফ থেকে মরক্কো ও কানাডা, গ্রুপ জি থেকে ব্রাজিল ও সুইজারল্যান্ড, গ্রুপ এইচ থেকে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া।

ইএসপিএনের বিশ্লেষণ বলছে –

ফ্রান্স গ্রুপে দ্বিতীয় হওয়ায় কপাল পুড়বে আর্জেন্টিনার। ২০১৮ বিশ্বকাপের মতো এবারও শেষ ষোলোতে দেখা হবে মেসি আর এমবাপ্পের। তাতে এবারও মেসিরই বিশ্বকাপ শেষ হচ্ছে।

পার্থক্যটা হলো, সেবার ৯০ মিনিটেই ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এবার অতিরিক্ত সময় শেষে আর্জেন্টিনার ২-১ গোলে হার দেখছে ইএসপিএনের মডেল।

অর্থাৎ দ্বিতীয় রাউন্ডেই বিশ্বকাপকে বিদায় জানাবে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনাল

ইএসপিএনের বিশ্লেষণে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয়টিতে রোনাল্ডোর পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।

ইএসপিএনের মডেল জানাচ্ছে, স্পেনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতবে ব্রাজিল।

অন্য ম্যাচে হান্সি ফ্লিকের অধীনে আরও ক্ষুরধার জার্মানি২-১ গোলে হারাবে ফার্নান্দো সান্তোসের পর্তুগালকে।

ডেনমার্ককে হারিয়ে শেষ হাসি ফুটবে ইংল্যান্ডের। ২-০ গোলে জিতবে ইংলিশরা।

অন্য ম্যাচে বেনজেমা, এমবাপ্পেদের দাপটের ফ্রান্সের কাছে ২-০ গোলে হারবে যুক্তরাষ্ট্র।

সেমিফাইনাল

চার দলের পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। অন্যদিকে জার্মানির মুখোমুখি ইংল্যান্ড।

ইএসপিএন বলছে, এবার ব্রাজিল ২-১ গোলে হারিয়ে দেবে ফ্রান্সকে।

অন্য ম্যাচে ইউরোর ফাইনালে খেলা ইংল্যান্ডের সঙ্গে তুমুল লড়াই শেষে ২-২ গোলে প্রথমে ড্র করবে জার্মানি।

টাইব্রেকারে জিতবে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। অর্থাৎ ফাইনাল হবে ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যে

ফাইনাল

ইএসপিএনের মডেল জানাচ্ছে, ফাইনালে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা বেশ জমলেও গোলের দেখা সেভাবে পাবে না দুই দলই। টুর্নামেন্টে রক্ষণে সেরা দুই দল হবে।

তবে ফাইনালের চাপে হঠাৎ খেলায় বিচ্যুতি ঘটবে ইংল্যান্ডের। ওই এক মুহূর্তের সুযোগে ম্যাচটা নিজেদের করে নেবে সেলেকাওরা।

ইএসপিএনের বিশ্লেষণ জানাচ্ছে, ম্যাচের ফল হবে—ব্রাজিল ১: ০ ইংল্যান্ড।

অর্থাৎ পেলের দেশে ফিরবে বিশ্বকাপ।

Check Also

ফরিদগঞ্জ ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির।

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x