Saturday , 4 May 2024
শিরোনাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই স্বর্ণের দাম বাড়ছিল। একপর্যায়ে প্রতি আউন্সের দর ২০৫০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, চলতি সপ্তাহে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। সেখানেই জানানো হবে, চলমান ২০২৪ সালের শুরুর দিকে সুদের হার বাড়ানো না কমানো হবে।

আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। তাতে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে। এই প্রেক্ষাপটে ইউএস ডলারের মান বেড়েছে। সেই সাথে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন বাজার।

পরিপ্রেক্ষিতে আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৪১ ডলার ০৯ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪৫ ডলারে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান অ্যাক্টিভ ট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ইতোমধ্যে ডলার শক্তিশালী হয়েছে। পাশাপাশি ট্রেজারি বন্ড ইল্ড ঊর্ধ্বগামী হয়েছে। ফলে স্বর্ণের দরপতন ঘটেছে। তবে শিগগিরই চকচকে ধাতুটির মূল্য ২০০০ ডলারের নিচে নামার সম্ভাবনা নেই। অধিকন্তু বাড়তে পারে।

Check Also

ট্রাম্পের বয়স নিয়ে বাইডেনের খোঁচা

বয়স নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছেই। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x