Monday , 20 May 2024
শিরোনাম

বুধ ও বৃহস্পতিবার অবরোধ-হারতালের ঘোষণা গণঅধিকার পরিষদের

আগামী বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল ঘোষণা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে দলটি।

এতে বলা হয়, দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ আগামী ২৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ ও ৩০ নভেম্বর সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবে।

এতে আরও বলা হয়, গণঅধিকার পরিষদ দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে সর্বাত্মক অবরোধ ও হরতাল পালনের আহ্বান জানাচ্ছে।

 

 

Check Also

‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x