Sunday , 19 May 2024
শিরোনাম

বৃহস্পতিবার আধাবেলা হরতালের ডাক বাম গণতান্ত্রিক জোট

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

তিনি বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যদিয়ে সরকার যে একতরফা ও প্রহসনের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তা আবারও প্রমাণিত হলো। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে, এ পথ থেকে সরে আসুন, অথবা চলমান সংঘাত-সংঘর্ষ আরও বেড়ে গিয়ে যে পরিস্থিতির সৃষ্টির উদ্ভব হবে, তার দায় সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সরাসরি সম্প্রচার করে। এ ভাষণে সিইসি তফসিল ঘোষণা করেন।

 

 

Check Also

‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x