গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা বেলজিয়াম এবার বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই। ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা।
নকআউট পর্বের টিকিট পেতে জিততেই হতো বেলজিয়ামকে। আর ক্রোয়েটদের ড্র করলেই চলতো। হার এড়ানোর সুবাদে গত আসরের রানার্সআপদের নিশ্চিত হলো শেষ ষোলোয় খেলা।
বেলজিয়াম ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।
একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো। সুবাদে গ্রুপ সেরা হিসেবে দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়েছে দলটির।কানাডার বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। তিন ম্যাচের তিনটিতেই হারল তারা।