Sunday , 19 May 2024
শিরোনাম

বৈধ অভিবাসনে ইতালি, মাল্টাসহ ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা

বৈধ অভিবাসনের জন্য নতুন বাজার খুঁজছে সরকার উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ইতোমধ্যে চার হাজার বাংলাদেশির কর্মসংস্থানের জন্য গ্রিসের সঙ্গে চুক্তি করা হয়েছে। ইতালি, মাল্টাসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করছে সরকার।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আয়োজিত এক কর্মশালায় পররাষ্ট্র সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গ্রিসের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকে চার হাজার বাংলাদেশির ৫ বছরের জন্য কর্মসংস্থান হবে। এর ফলে অবৈধ অভিবাসন দ্রুত কমে আসবে বলে আমরা আশা করি। এ ধরনের চুক্তি করতে ইতালি ও মাল্টাসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছি।’

সচিব বলেন, ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ বৈধপথে অভিবাসন চায় এবং এই চুক্তি তার প্রতিফলন।’

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x