এস এম রুবেল: ফরিদপুরের বোয়ালমারীতে বজ্রপাতে ১০ বছর বয়সী হুসাইন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রাম ওই শিশুর বাড়ির সামনে পুকুর পাড়ে বজ্রপাত পড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু বান্দুকগ্রামের মো. উকিল শেখের ছেলে।
স্থানীয় মেম্বার মো. বাচ্চু মোল্যা সাংবাদিকদের সন্ধ্যায় জানান শিশুটি স্থানীয় ব্রাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। সে বৃষ্টিতে গোসল করে পুকুরে যাওয়ার পরে সেখানে বজ্রপাত পড়ে ঘটনা স্থলে মারা যান। এসময় শিশুটির কানের তলা ফেটে রক্তাক্ত অবস্থায় পুকুর পাড়ে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই শিশুটির ওপর বজ্রপাত পড়ে কানের তলা ফেটে মারা গিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক বলেন, বজ্রপাত পড়ে শিশুটি ঘটনা স্থলে মারা যায়।